Thursday, February 29, 2024

প্রথম প্রেমের মতো রোমান্টিক নাটক

 প্রথম প্রেমের মতো

Download (480p)

Download (720p)

Download (1080p) 

 রচনা ও পরিচালনাঃ:ইমরাউল রাফাত।অভিনয়:ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল এবং আরও অনেকে। 

ডিওপি:ফুয়াদ বিন আলমগীর। 

সম্পাদনা ও রঙ:এমডি লিংকন। 

বিজিএম:মেহেদী হাসান তামজিদ। 

প্রযোজক:এসকে শাহেদ আলী। 

প্রযোজনা করেছেন:সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)। 

ধরন:সামাজিক ও শিক্ষা মূলক।

 

 নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-




জোভান এবং কেয়া পায়েল এক সাথে পড়ালেখা করে। তবে কেয়া পায়েল কে অনেক ছেলে পছন্দ করে এবং ডিস্টাব করা শুরু করে। এর পরে জোভান তাদের সাথে মারামারি ও করে। যদিও জোভান মারামারি করতে চায়নি। এর পরে কেয়া পায়েল এবং জোভান বেশ সুন্দর ভাবে চলাফেরা করা শুরু করে। এর পরে হঠাৎ করে ছেলে গুলো জোভান কে মারে এর পরে কেয়া পায়েল সেখানে গিয়ে বাঁধা দেয়। জোভান এর গায়ে ব্যাথা লাগে। এর পরে কেয়া পায়েল জোভান এর ব্যাথা পাওয়া যায়গা গুলোতে মলম লাগিয়ে দেয়।



এর পরে জোভান এবং কেয়া পায়েল ঐসব ছেলেদের সাথে দূরে থাকার জন্য। তারা বলে যে তারা দুজন দুজনকে ভালোবাসে। এর কিছুদিন পর হঠাৎ করে কেয়া পায়েল কলেজ এ আসে না। এর পরে জোভান খোঁজ করে কেয়া পায়েল এর বাসায় যায়। এর পরে কেয়া পায়েল জোভান কে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এর পরের দিন কেয়া পায়েল জোভান কে ফোন দিয়ে বলে তাদের পরিবার সমস্যা। তাই তারা নতুন কোন জায়গায় চলে যাবে। এর পরে জোভান কেয়া পায়েল কে দেখার জন্য যায়। তবে সেখানে গিয়ে আর জোভান কেয়া পায়েল কে পায় না। জোভান ভীষণ কষ্ট পায়।



এর পরে জোভান কেয়া পায়েল এর অনেক খোঁজ করে তবে পায় না। হঠাৎ করে জোভান তার বন্ধুর মাধ্যমে কেয়া পায়েল এর খোঁজ পায়। এর পরে জোভান কেয়া পায়েল এর ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য দিন রাত পড়ালেখা করেন। অবশেষে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা পাশ করেন। এর পরে কেয়া পায়েল এর ভার্সিটিতে গিয়ে জানতে পারে কেয়া পায়েল এক ছেলের সাথে প্রেম করে।



কেয়া পায়েল তার বয়ফ্রেন্ড কে জোভান এর সাথে পরিচয় করে দেয়। এর পরে কিছুদিন পর জোভান খোঁজ নিয়ে দেখে ছেলেটা বেশি ভালো না। বিভিন্ন ধরণের মেয়েদের সাথে প্রেম করে বেরায়। এবার জোভান কেয়া পায়েল কে সব বলে। এর পরে ছেলেটা জোভান কে রাস্তায় ধরে। এবং বলে ভার্সিটি থেকে চলে যেতে। এবং তাদের মধ্যে মারামারি হয়।



এর পরে সেখানে কেয়া পায়েল যায়। এবার ছেলেটিকে বেশ কিছু কথা বলে কেয়া পায়েল। এর পরে কেয়া পায়েল জোভান কে সাথে নিয়ে চলে যায়। এর পরে জোভান এবং কেয়া পায়েল এর সাথে কথা হয়। দুজন দুজনকে ভালোবাসতো তবে কেউ কাউকে বলে নি। এবার জোভান কে কেয়া পায়েল জড়িয়ে ধরে আর অন্য দিক থেকে জোভান ও জড়িয়ে ধরে। আর এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


ব্যাক্তিগত মতামত:-


রোমান্টিক নাটক গুলো একটু বেশি দেখা হয়। বর্তমান সময়ে জোভান এবং কেয়া পায়েল এর নাটক গুলো বেশ ভালো লাগে। প্রথম প্রেমের মতো নাটকটির গল্প আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে। আর আমি সব সময়ই ভিন্ন রকম গল্পের নাটক গুলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সত্যি বলতে প্রথম প্রেমের অনুভূতি গুলো একটু আলাদা হয়ে থাকে। আমি তো ভেবেছিলাম নাটকটির শেষে গিয়ে মনে হয় তাদের মিলন হবে না। তবে সম্পুর্ন নাটকটি ছিলো ভিন্ন। কি হতে চলেছে যেনো বাঝায় যাচ্ছিলো না। তবে কেয়া পায়েল শেষের দিকে গিয়ে বুঝতে পারে। সত্যি বলতে সব মিলিয়ে নাটকটিতে সবাই অনেক সুন্দর অভিনয় করেছেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। যারা এখনো নাটকটি দেখেননি অবশ্যই দেখবেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।


No comments:

Post a Comment